জাগো! তোমার রক্তে আজ বিদ্রোহের ডাক,
অন্যায়-অত্যাচারের প্রাচীর ভাঙো এই রাত।
শৃঙ্খল ছিঁড়ে, প্রতিরোধ গড়ো দাঁড়াও শক্ত হাতে,
সমাজে পুঁজির গজব আজ শেষ করো সাহসের প্রভাতে।

কে আছো নিঃস্ব, ভয় পাও কেন?
স্বপ্নে আগুন জ্বালো—নতুন প্রভাত আনবে আমরাই, একসাথে ঐক্যগড়ে তোল।
সব ক্ষমতাহীন, শোষিত জনতার প্রতিধ্বনি তোলো,
বুকের গর্জন তুলো, বিশ্ব কাঁপুক তোমার সাহসী স্বরে।

আকাশ ফাটাও, তর্জনীর আগুনে অগ্নি ধরাও,
বুকের আগুনে সাহস জ্বালো, অন্ধকারে আলোর প্রদীপ ধরাও।
স্বাধীনতা কেড়ে নিয়ে যাবে যারা, তাদের শৃঙ্খল ভেঙে দাও,
দেখাও সাহস, শক্তিতে ভর করে, যুদ্ধে নেমে এসো!

আজ হোক শেষ শাসকের প্রাচীন মোহ,
ভেঙে দাও অন্যায়ের বর্ম, গড়ে তোলো স্বাধীনতার কেতন।
নতুন সূর্য উঠবে আমাদেরই হাত ধরে,
আমরা সবাই হবো মুক্ত, আর কেউ রবে না পরাধীন খাঁচার ঘেরাটোপে।