রঙে কি আছে ভেদ? রক্ত তো সবই লাল,
তাহলে কেন এই বিভাজন? কেন বৈষম্যের জাল?
ধনী-গরীব, সাদা-কালো, নামে করেছো দাসত্ব,
আজ সেই শৃঙ্খল ভাঙবো, আনবো নতুন মুক্ত।
মানুষের মাঝে কেন এই তফাৎ, এই অনাচার?
বিচারের নামে কেন চলেছে অন্যায়ের ব্যবসার?
তোমার মিথ্যা নিয়ম, এই স্বার্থের প্রাসাদ,
আজ কাঁপিয়ে দেবো, তুলবো বিদ্রোহের ফসল।
আমার কলমে জ্বলছে আগুন, কণ্ঠে বিদ্রোহের গান,
তোমার সব দেয়াল হবে ভাঙা, আনবো সমান অধিকার।
এই শপথ, মানবতা হবে জয়ী, অন্যায় হবে ধ্বংস,
আমাদের সম্মিলনে হবে নতুন দিনের সূচন।