নিঃসঙ্গতা
একদিন পেছন ফেরে তাকায়
সময়ের অন্তর্নিহিত ব্যাখ্যায় হাপিয়ে ওঠে রৌদ্রের ডানা।
ভেঙে পড়ে মহাকাল!
যেসব ঝড় ডিঙিয়ে দুর্বিষহ পাঠ কোরে সমুদ্রের মানচিত্র
আবিষ্কৃত হয়,
আমাদের উদাস পায়ের চিহ্ন-
কঠিন মমতায় আটকে আছে চোরাবালির সংসারে।
বেদনার আছে আগুন-
পুড়িয়ে দেয়ার সহজ রুটিন!
মেঘে মেঘে রটিয়ে গ্যাছে আমদের অভিমান!
বৃষ্টি ছাড়া কোনো বিকল্প লিখছে না দেয়াল।
শহর পোড়ানো দগ্ধ হাওয়া এঁকে যাচ্ছে জলের ব্যবধান।
অন্তঃসারশূন্য নির্বোধ দুপুর
ম্লান আলোপথ বেঁয়ে
ধেয়ে আসছে জানালার কাঁচে।
উলটো দর্পণে মুখ রেখে
আমরা বাড়িয়ে চলেছি পাহাড়ের উচ্চতা।