কানামাছি হয়ে আছো!
আর গল্পে গল্পে পাঠ করাচ্ছ তিক্ত শূন্যতা।
এই যে তর্জনীর দিকে তাকাও
দ্যাখো একটা মহৎ পিছুটান কাজ করছে
আর তোমার দিকে ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে রাত।
এভাবে ভালা থাকা যাচ্ছে না!
রোজ রোজ কৃষ্ণপক্ষ গিলে খাচ্ছে সন্ধানী ভোর।
কোন শহরের অন্ধকারে ডুবে আছো?
মৃত কংক্রিটের বেরা ভেঙে চলে এসো নবীন আলোতে।
কানামাছির সমাপ্তি ঘটাও;
সমাপ্তি ঘটাও এই খেলার।
গল্পে ভিন্নতা আনো;
আনো জলের অঙ্গীকার।
শরত গত হলো।
মুগ্ধতা বিলানো প্রহর শেষে
তোমার উর্বর হাসিতে আমার প্রেম
কতোটুকু ম্লান?
এ নিয়ে তোমাকে একটা কবিতা শুনাবো।
তার আগে বেশি কিছু চাইবো না।
অপ্রেমের জগতে একটা বিষণ্ণ সন্ধ্যা চাই।
দিবে?