শায়ের এখনো ঘুমিয়ে আছো?!
উঠে দাঁড়াও......
জাগো.........
জেগে দ্যাখো-
তোমার জন্মভূমি খুবলে খাচ্ছে হায়েনারা।
লোহিত উচ্ছাস নিয়ে-
আর কতো মৃত্যু গুনবো?
আর কতো লাশ আহুতি দেবো
গণতন্ত্রের পাড়ায়?
এই রাষ্ট্র নাগরিক অভিশাপে পঁচে যাবে!
কালান্তর হবে অসুখের!
শায়ের জেগে দ্যাখো-
একটি গোলাপের দিকে সতেরশো কোটি নোংরা হাত।
মানুষের অধিকার নগ্ন হয়ে পড়ে আছে রাস্তায়।
আর পিশাচেরা কেমন উন্মত্ত-লুটে নিচ্ছে সুনীল আকাশ।
সময় এখন যাযাবরের!
লোভনীয় দৃষ্টিতে চেঁয়ে আছে সবুজ গালিছার দিকে।
আমার ভূমি;
আমার মা;
আমার মানুষ;
সবকিছু থেকে ভেসে আসছে বোবা কান্না।
শায়ের, এখনো ঘুমিয়ে আছো?!
উঠে দাঁড়াও....
জাগো......
জেগে দ্যাখো-
তোমার মায়ের গায়ে আফিম ছিটিয়েছে
নর্দমার কীটেরা।