দেয়ালঘড়ি খাপ খাইয়ে নিতে পারছে না-
আমাদের জীবনযাত্রার উপধারায়।
ক্যাকটাসের কাঁটার মতো বিদীর্ণ হয়ে আছে শীতার্ত ক্রান্তিকাল।
য্যানো,
চোখের পলকেই বদলে যাচ্ছে-
পরিপার্শ্বিক সৌজন্য।
সমগ্র ধোঁয়াশা
এবং একটা আস্ত সূর্য গিলে খেলো সময়।
নিঃসঙ্গ অযুত পায়ে লেগে আছে!
কক্ষপথেও তোমার দেখা নাই!
সকাল পেরিয়ে যাচ্ছে-
কুয়াশাহীন জানালার পথ বেঁয়ে ভেসে আসছে তিক্ত বাতাস!
ক্ষয়ের উপর শুষে যাচ্ছে অন্তরাত্মা।
এদিকে
ঘরমুখো তীব্র শূন্যতা-
দুপুরের আলতো রোদ ছুঁয়ে কাটিয়ে দিচ্ছে উদাস মৃত্যু!!
ক্ষতের আর্তনাদে গুড়ো হয়ে আসছে শহরের প্রবেশদ্বার।
ম্লান আলো;
ভাঙা বিকেল;
ধোঁয়াটে সন্ধ্যা;
সব মিলিয়ে আমরা একা নেই!