আবহমানকালের ঘনিষ্ঠতা নিয়ে-
সময় বয়ে যাচ্ছে আমাদের শহরে,
চোরাবালির বিমূর্ততায় অপার্থিব সফরে-
তুমিও সঙ্গী ছিলে।
অতঃপর,
তোমার বিপরীতে-
   আমার রৌদ্র ছোঁয়া তোমার ভ্রম!
অবগত আছো প্রিয়ো,
বিভ্রান্তির ভেলায় আকুতিহীন প্লবতা আমাদের শূলে ছড়িয়েছে ইতোপূর্বে!
তবুও
তোমার নামে ফিরে আসা
অথবা
বেনামে উড়ানো চুলের মুগ্ধতায়
অবলীলায় মৃত্যু উগলানো, কল্পনা নয়!
চিরন্তন সত্য!!