অন্ধকারে বসে আছি।
আলো এখানে আসবে আমার প্রেমিকা হয়ে।
বহুকাল পেরিয়ে একদিন ঠিক আসবেই গণতান্ত্রিক অবসাদে।
এই বিশ্বাস নিয়ে দেয়ালে লিখে রাখি-
এক জনম....দুই জনম.......তিন জনম.....
মৌনতায় দেয়ালের চুন খসে গ্যাছে।
ভাবনারা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে চক্রহারে।
চোখ বুজে মিছিল আঁকছে কয়েকটি আরশোলা।
আর
স্মৃতির উপর দাঁগ কেঁটে নিঃশ্বাস মিশে গ্যাছে অলৌকিক অন্ধকারে।
নিরিখ প্রাণ পাঠ করছে কঠোর মানবজনম।
বাইরের নবীন আলো, জল, সমুদ্রের ডাক
অনুভবের চোখে মেপে নিচ্ছি নির্নিমেষ।
সে এঘর-ওঘর হয়েছে।
তবু, জানি একদিন আসবে।
একদিন ঠিক আসবেই গণতান্ত্রিক অবসাদে।
এই বিশ্বাস নিয়ে দেয়ালে লিখে রাখি-
এক জনম......দুই জনম......তিন জনম........