সূর্য ঢলে পড়েছে দিগন্তে।
এখনো তোমকে ভাবা হয় নি,
এই অবসাদে বৃষ্টিমুখর সন্ধ্যায় ফুটে উঠলো একগুচ্ছ বিষাদ।
আলপিনের দূরত্বে বেয়ে- গলে গ্যালো অজস্র হিমালয়।
তবু সময়ের ক্লান্তি নেই।
শুনেছি,
মানুষ মরে গেলে, নক্ষত্র হয়ে ফিরে-
তারা'দের দলে।
আমিও ঝরে যাবো কুয়াশা-হিমে।
শীতের সকাল অথবা মাঘের শেষে।
চিনে নিয়ো-
অপ্রিয়ো নক্ষত্রে, ঈষৎ হেসে।