উপলব্ধির ছাইপাঁশ কাটিয়ে কোণঠাসায় পতিত মুহূর্তলগ্ন ভাঙতে থাকি লোহিত উচ্ছ্বাসে।
ঠিক তখনি নিজের প্রতিফলনের সমান্তরালে প্রশ্নবিদ্ধ আকাশ দৌড়ে পালায় আলোকবর্ষ দূর।
যেচে যেচে অনেকবার বহুভাবে গ্যাছি তার পাশে-কাছে।
অনুশোচনা নিয়ে সববার ফিরে এসেছি কাঠ-কয়লার দহন সাথে।
কখনো কখনো অবহেলায় তাড়িয়ে দিয়েছি ধূর্ত ইচ্ছাকে।
আমার কল্প, গল্প ভাসান হৃদয়ের-সতেজ সুনীল.....
অবিন্যস্ত আমাকে গুছিয়ে রেখেছে অর্থহীন শর্ত জুড়ে।
এই অগুছালো আমাকে গুছাতে আকাশ হতে নেমে আসে নীল পথ।