বৃক্ষের নরম ছায়া
দাঁড়িয়ে আছে ঈশানকোণে।
চারিদিকে কঠোর বিলাপ;
রোদ-বৃষ্টির মাঝামাঝি থেমে আছে দিন;
ঘুমের সাথে
পাল্লা দিয়ে জেগে উঠছে
মৃত্যুর হাতছানি।
ভাবছি-
একটা কবিতা লিখবো,
শিরোনামহীন কবিতা।
ঠিক যেমন মৃত্যুর কোনো শিরোনাম থাকে না
থাকে না নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান।
হঠাৎ-ই গোগ্রাসে গিলে ফেলে জীবন।
বস্তুত,
আমাদের আয়োজনগুলো প্রচণ্ড মূল্যহীন!
যা শুধু সময়ের ভগ্নাংশকে ত্বরান্বিত কোরে।
যেমন দিন শেষে ঝরে যায় সূর্যমুখী।
বিচিত্র এক চক্র!
আমরা ঘুরছি জীবনের পথে।
অথচ জীবন ঘুরছে মৃত্যুর চারপাশে।