এমনি এক রৌদ্রের দিনে-
গুড়ো করে দিলে সমুদ্রের মানচিত্র।
অথচ আমাদের নগররাষ্ট্রে ভ্রান্তির উচ্ছেদ ব্যতীত কোনো ঢেউ ছিলো না।
এভাবে কেউ দুঃখ দ্যায়?!
যেহেতু,
পৃথিবীর প্রাচীন রীতি অনুযায়ী-
আমরা আবার জমে যাবো-
শিশিরের শীতলতায়।
ক্ষুদ্র ক্ষুদ্র
ভুলের বিভক্তি ছিটিয়ে তুমি দিব্যি জেগে থাকবে শহর আলো করে।
ভাবছিলাম শীতের নয় দিন হাতে রেখে পালিয়ে যাবো ফাল্গুনের দেয়ালিকায়।
যেখানে,
ঝরা পাতায় ক্লান্তি মেখে বসন্তেরা সাতরে বেড়ায়
উপকূলীয় পাহাড় এবং আমাদের প্রাত্যহিক লেনাদেনায়।
মায়া রোদ পড়ে গ্যালে আরো বেশি
উৎসর্গিত হতে হয়
থেমে যেতে হয় পৃথিবীর মৌলিক কোণগুলোতে।