নিষিদ্ধ রাতপ্রহরে জেগে থাকা অদৃশ্য ভালোবাসায়-
কিংবা
আহত শব্দের ভেতর ফুটে উঠা কল্পনায়-
শ্রান্তিতে বয়ে গ্যাছো প্রিয়ো।
অসম্ভব মাদকতায় জড়িয়ে গ্যাছো-
আমার নিঃশ্বাসরন্ধ্রে।
পরিচিত অঙ্গুলিস্পর্শ, ভুলে থাকা অন্য রাতশহরে-
মেঘের কাফন-
ঢাকা পরে বৃষ্টির আর্তনাদে।
কী ভ্রান্তিতে মিশেছো বলো?
ঠোঁট আকঁতে হারিয়ে ফ্যালি মুখের অবয়ব!
বেণী তুলতে ভুলে যাই চোখের চাহনি!
কী ভ্রান্তিতে মিশেছো বলো?
তোমায় ভেবে রাত্রি পালায়
বৃষ্টির ঝিলে,
ঘুমের কাছে অনেক ঋণ!
যা মৃত্যুতে সম্ভব, হিশেব শিথিল হয়ে এলে-
আবারো জেগে উঠবো।
ফিরে এসো প্রিয়ো,
এই নান্দনিক শহরে।
ক্লান্তির পিঠে চোখ বুজে আমরাও উদ্দেশ্যহীন তলিয়ে যাবো কবিতায়।