একটি তিন বছরের শিশুর ওপর তিনটি রাইফেল তাক করানো আছে!
একেকটা রাইফেলে আছে একেক রকম গুলি!
প্রথম রাইফেলে আছে আমরা যারা মানুষ নই তাদের বিজয় উল্লাস।
অতঃপর তাকে হত্যা করা হবে।
দ্বিতীয় ও তৃতীয় রাইফেলে যথাক্রমে যারা নিরব আছে এবং যাদের কান্না আসে না।
অতঃপর আবার তাকে হত্যা করা হবে।
আমি ভাবছি সেসব শিশুর কথা
যারা খুব কম সময় নিয়ে এসেছে
এবং ঘুমিয়ে গ্যাছে
ভ্রমণ শেষ করার আগে।
বস্তুত তারা ঘুমায় নি,
ঘুমাতেও চায়নি!
বরং তাদের
ঘুম পাড়িয়ে দেয়া হয়েছে এক দুর্বোধ্য কান্নার ভেতর।
আচ্ছা পৃথিবীর ১৯৫ টি রাষ্ট্র কি একইভাবে নিদ্রায় গ্যাছে!?
ঘৃণায় আমার বোধ জন্মে না!
যারা মানবতার গান গায়
সিরিয়ার
লাশগুলো উপেক্ষা কোরে
মুখস্থ শ্লোগান নিয়ে টানা হেছড়া করে
রাষ্ট্রের পতাকা!