এদিকে বিকেলগুলো মুখ থুবড়ে পড়ে আছে।
সন্ধ্যেরা পলাতকা হয়ে এলে-
নীড়ে ফিরছে ঘর পালানো রোদ।
অসংলগ্ন বিভোরতায়-
পরচিত হাসিতে ডুবে থাকা-
সান্ধ্যকালীন উৎসবে, চলো খোয়া যাই এ শহর ছেড়ে।
তোমার হৃদয়-
অনুভবে আবৃত্তি-
কল্পনায় ফুটিয়ে তুলতে পারছি না প্রিয়ো।
মস্তিষ্কে ঘুন ধরেছে!
অপেক্ষার বিষণ্ণতায় সময় গিলে নিচ্ছে কাল-পরশু।
চিন্তা-ভাবনা থমকে আছে বিনিদ্র মৌসুমের তরে।
কিছু মিথ্যে উল্লাস পেরিয়ে যাওয়া সময়-স্রোতে।
আমার বড্ড আপন মনে হয়।
তবুও
পেছনে কোনো অনুযোগ নেই।
শুধু একগুচ্ছ প্রশ্ন দৃষ্টি সীমানার ওপাশে ঠায় দাঁড়িয়ে থাকে।
ক্ষয়ে যাওয়া মন-দেয়ালে,
আজো খুজে চলি চেনা আকুতি।
তবু পাই না ফিরে-
যেখানে হারিয়েছে,
সহস্র শতাব্দীতে হেটে চলা অঙ্গুলি-স্পর্শ।
প্রণয়ের বৃন্তে ফুটে উঠা যুগল চিহ্ন-
মেঘ-বরণ কোলাহলে।