ছায়া মাড়ানো প্রহর গুটিয়ে-
দূরে সরে যাচ্ছি!
যোজন শূন্যতার দেয়ালে আমাদের সুখগুলো ভালো নেই।
হৃদয়ে গভীর টান;
ঘনিষ্ঠতায় ঘুন;
নাইলনের ক্ষত;
ঠিক য্যানো পরিচয় বাঁচিয়ে নিদারুণ ঠিকে থাকা।
কাঠের দরজায় শীতের সম্ভাষণ।
আমি নিষ্পলক চেঁয়ে থাকি-
ভাবতে থাকি, যদি কাকতালীয় তুমি জুড়ে বসো মর্ত্যের বারান্দা- আমরা কি থেমে যাবো?
অবেলার নিরেট ডাকবাক্স-
অপেক্ষায় সন্ধ্যা ঘনিয়েছে।
পিয়ন ঘুমিয়ে আছেন শীতের আদরে।
রাষ্ট্রীয় সিদ্ধান্ত বদলে পরিবর্তন আনা হয়েছে পানশালায়!
শহরের ছায়াপথ আলোহীন থাকবে!
বিদঘুটে অন্ধকারের সাথে মৃত্যুর সাদৃশ্য তুলে ধরতে হবে!
রাষ্ট্রীয় শহীদদের প্রতি ফুল নাকি প্রার্থনা?!
আবারো,
নিষ্পলক চেঁয়ে থাকি-
ভাবতে থাকি, যদি কাকতালীয় তুমি জুড়ে বসো মর্ত্যের বারান্দা- আমরা কি থেমে যাবো?
বিষণ্ণ শীতের সকাল-
রোদের ছায়া উঠোন পেরিয়ে গ্যালে
জলের সিঁড়ি বেঁয়ে দুপুর গড়ায়।
অদ্ভুত টিকে থাকা!
শূন্যতায় লাগাম দিয়ে ভালো থাকার বাহানা।