ছুঁয়ে দিলেই ঝুলে পড়ছে গায়ের পশম।
বৃক্ষের শুকনো ডালের মতো মড়মড়িয়ে ভাঙছে পাজর।
জেগে উঠছে ইউফ্রেটিস এবং তার অববাহিকায় গড়ে উঠা শতেক দুঃখ।
ছুঁয়ে দিলেই শীত খুঁজে নিচ্ছে আপন কুঠির
কুয়াশায় ভেজা ঘাসের উপর হতে ধূর্ত রুদ্দুর
পালিয়ে যাচ্ছে সুদূর নীলে।
জনপদে জেগে উঠছে ব্যবিলন মেঘের মতো ধূম্র সাজে।
আকাশ হতে আকাশ দূরে অসম্ভবের কাঁটাতারে
পেঁচিয়ে যায় দুর্বিনীত সময়।
ছুঁয়ে দিলেই বেঁচে যাচ্ছি
আহত হৃদয়ে ফুটে উঠছে আলেকজান্দ্রিয়া।
ছুঁয়ে দিলেই ভাঙছে কেলাসিত অভিমান
বুঁদ হয়ে জমে থাকা কার্নিশে।
অশনি সংকেতে-
খুঁজে পাই অর্থবহ ভাবনা।
ছুঁয়ে দিলেই রাশি রাশি জল গড়িয়ে পড়ছে
নয়নে নয়নে।