অবসরে একটু গা ভাসাতাম-
আমার ২৩শে নভেম্বর ফিরিয়ে দেবেন, স্রষ্টা?
অবগত আছেন,
এই তেইশ নভেম্বরের কথা ভেবে-
কতো বিরহ গলিয়েছি।
কতো তাপ হিম কোরেছি মরুর বুকে।
বিক্ষিপ্ত সমুদ্র-স্নান
কান্নার ভেলায়,
আমার অজস্র ভবিষ্যৎ গিলে খেয়েছে জোনাকের আলো।
সাঁঝের সন্ধ্যা ঘনিয়ে আসে-
হুতুমের ডাকে।
অন্ধকারে আলোচনায় বসেন আমার স্বপ্নেরা।
যেহেতু অন্ধকারেই আলোচনায় বসেন।
সেহেতু তারা ভাবতে পারেন না অর্কের বিস্তার নিয়ে।
মর্ত্যের চিলেকোঠায়,
বিধ্বংসী খেলা শেষে-আহত হয়ে আছেন আমার সময়েরা।
আয়োজন করা বিষণ্ণতায়
চোখ বুলিয়ে দাফন শেষ করা হলো।
ভাবছি এবার শীতে-
রোদে শুকাতে দেবো আমার দিনক্ষণ।
কেননা,
মানুষের আছে বহুবিধ আষাঢ়।