এদিকে নগরীর গর্ভাশয়ে বরফ গলে বৃষ্টি নেমেছে!
শোকপ্রহরের সখ্যতা নিয়ে-
অন্তহীন ভাবনারা পথ হারিয়ে খর্বকায়।
তবুও চলছি
কটাক্ষ ক্যাকটাসের ন্যায়।
সন্তর্পণে অভিযোজন ফলাচ্ছি আপনার দেহকোষে!
অগ্নিদগ্ধ দুপুরে দিকভ্রান্ত উন্মাদের ব্যাকুলতায়-
স্তব্ধ হয়ে ক্লান্তি-
বিকেল হারায় নীলে;
চোখের ভেতর শ্রাবণ;
সন্ধ্যা জুড়ে হাহাকার;
অথবা
রাত্রি বেরিয়ে এলে বিষণ্ণতায় কান্নার ঢল...
বিগ্রহে প্রাণ হারিয়ে-
মেদিনী ভুলতে বসে বেচে থাকার স্বাদ।
চোরাবালির যাত্রা শেষে-
ক্রান্তিকালে আমার নিঃসঙ্গতা,
প্রিয়'র দৃষ্টিতে নিবন্ধিত ব্যর্থতা,
আরো খুব কোরে তৃষ্ণা জাগায়!
আমরাও একদিন নিষ্পলক ছিলাম পরস্পরের চোখে;
জীবনের শেষ বসন্তে একদিন সঞ্চিতেরা ঢেউ তুলেছিলো;
অথচ আজ ঝরাপাতা!