অবিশ্রান্ত বৃষ্টিধারায় চোখ বুজে-
পৃথিবীকে একবাক্যে অনুবাদ কোরেছি,
"মানুষ মরিচীকার পেছনে ছুটছে অবিরত,
নষ্ট কোরছে প্রথম যৌবনের চব্বিশটি বছর"।
আমরাও নিদারুণ ভেসে যাচ্ছি ব্যবিলন-স্রোতে।
পুরোনো হচ্ছি ঘড়ির কাটার বদৌলতে।
সময় দুলছে-
দেয়ালে ঝুলে থাকা ঘণ্টা বাড়িয়ে দিচ্ছে দূরত্ব।
অভিমানের মানচিত্রে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছি আমি-তুমি।
রং ফুড়িয়ে এলে ভাবনার মোহ এড়িয়ে চলি-
জানালায় শেষ প্রার্থনা এঁটে ভাবতে বসি-
পৃথিবীর মানুষদের নিয়ে।
যারা কবিতা ভালোবাসেনা।
আর বায়ান্নো সপ্তাহ না ঘুমিয়ে হিশেব কষে জীবনের,
মিথ্যে স্বপ্নে শিথিল কোরে বেঁচে থাকার স্বাদ।
তারাও জানে, প্রচলিত নিয়ম
মৃত্যুতে মানুষ ত্যাগ কোরবে সকল স্বপ্ন।
প্রিয়ো,
ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারলে-
তোমাকে চাইতাম।
অথচ প্রার্থনায় কোনো বিশেষ মন নেই আমার।