আলো'কে সাক্ষী রেখে মহৎ নেশা-
আকীর্ণ করেছে কৌশলী পথ।
শুভ্র চিৎকারে ধেয়ে আসছে কল্পিত অভিমান।
কবিতার যাতনা রোদে শুকাতে-
চিত্রিত করা হোক প্রশস্ত উঠোন।
আমি বলছি-
অন্ধকার খুয়ে যাও।
নিঃশেষ হয়ে যাও পাঁচিলের ভাজে!
আমার প্রেমিকা কাল ঘরে ফেরেনি।
আমার প্রিয় হংসী-
জলাঙ্গী যারে ভালোবেসে বুকে আগলে রাখে।
সলজ্জ ভঙ্গিতে-
সৃষ্টির মতো উজ্জ্বল সুখ
ব্যথা হয়ে লেপ্টে আছে পা'য়ে!
অনুভূতি যার নাম দিয়েছে ভালোবাসা।
অনিদ্রার আবর্তনে চিরায়ত কৃষ্ণপক্ষ আছড়ে পড়ে নক্ষত্রের গলিতে।
এবং তারে ভালোবেসেছি,
যার হাসিতে বিলীন হয় শাশ্বত অন্ধকার।