আমাকে ভালোবাসবেন রবি?
আমি বড্ড খুঁয়ে গ্যাছি মৃত্যুর সাময়িকে।
ট্রাফিকে আটকে যাওয়া অপেক্ষমাণ ঘড়ির কাটায়-
বিষাদ ছুঁয়ে শূণ্যতা নেমেছে।
সেদিন যুদ্ধের কবিতা লিখতে গিয়ে যা লিখেছিলাম তা ছিলো সম্পূর্ণ প্রেম-উপাখ্যান ।
কার্যত তারা বিরক্ত প্রকাশ করলো স্রষ্টার উপর।
ধর্মকে জড়তা বলে ঠেলে দিলো ভাগাড়ে।
যেখানে, মিথ্যে কারুতে সবাই মগ্ন।
সময়ে অনীহা দেখা দিলে প্রার্থনা সাজায় কান্নায়,
অথচ পাশেই মসজিদ।
বস্তুত উপাসনালয়ে আজকাল মানুষের ভিড় কমে গ্যাছে।
বিজ্ঞানের অগ্রগতিতে লৌকিকতায় ঠেকে গ্যাছে জীবন।
সকাল-সন্ধ্যা বাষ্প গিলে এগিয়ে চলছে শেষের পথে।
তাই আর বিশ্বাস করা হয়ে ওঠে না পরকালের অস্তিত্বে।
আমাকে ভালোবাসবেন রবি, এই অসময়ে।