ট্রেনের গোঙানিতে চোখ বুজে এলেও-
ঘুম লাগেনি।
কৃষ্ণপক্ষের রাত;
চারিদিকে ঘোর অন্ধকার;
কিচ্ছু না দেখা গ্যালেও-
অনুভব করতে পারছি বাইরে কয়েকটা পাহাড় দাঁড়িয়ে আছে।
বিদঘুটে রাত্রির অন্তিম সংস্কারে-
কথার বিচরণ ঘটাতে বললাম,
কতোকাল এভাবে দাঁড়িয়ে আছো?
চোখ থেকে বৃষ্টি ঝরে পড়লে কি মহীরুহ'কে সাবধানতার গল্প শোনাও?
যাই হোক তোমাদের হোচট খাওয়ার অভ্যেস নেই।
আমাদের দ্যাখো-
কীভাবে ছুটে চলেছি স্বপ্ন হাতে।
উদ্ভাসিত নগরের ভীরু নাগরিক
হৃদয়'কে আশার গল্প শুনিয়ে-
জীবন করছি পার।
অত্যন্ত নগণ্য উচ্চতায় আমাদেরও আছে আকাশ ছোঁয়ার সাধ।