প্রেম তো নয় মায়ায় জড়িয়েছি,
প্রণয় ছড়াবো তোমারই তরে।
উত্তাল সমুদ্র পাইনাকো ভয়,
জীবন তরী নিয়ে স্রোতের উল্টো নির্বাক চলছি।
আসুক না যতো ঝড়, তুফান, সাইক্লোন, যুদ্ধ বা ম্লান,
মায়ার বাঁধনে হৃদয়ের স্পন্দনে রবে তুমি চির কাল ।
শিউলি, মল্লিকা, কামিনী যদিও হেমন্তের রানী,
তবুও নাহি চাই আমি।
হেমন্তের হিমেল হাওয়ায় তোমারই কেশের স্নিগ্ধতায় মত্ত হতে আমি চেয়েছি।
ভালোবাসা নয়তো অপরাধ,
ভালোবাসতে পেরেছি এটাই বা মন্দ কি?
চাওয়ার অধিকার আছে তাতেই চাই,
পাওয়া আর না-পাওয়া ললাটের ঠায়।
ধন-সম্পদে নেই সুখ,
সুখ আছে অল্পতেই,
যদি করো উপলব্ধি।
হাসি দিয়ে যায়না প্রকাশ সবকিছু,
তবে আড়াল করা যায় বেশ।
যেদিন দেখবে আমার মলিন হাসি ,
বুঝে নিও তিলে তিলে নিজেকে আড়াল করছি।
যখন কমে যায় কথা-বার্তা আর গল্প,
তবে বুঝে নিও আমি ছেড়ে গেছি পৃথিবীর সকল মায়া।
নেই কোন অভিযোগ বা অনুযোগ,
আছে যতো অনুরাগ আর মায়া।
তবুও যদি মনে হয় আমি অপরাধী করিও আঘাত,
যদি মিলে মনের স্বাদ তবে বাঁধা নয়।
আরো দিও অভিযোগ রাখিবোনা,
আঘাতের তির্যক প্রণয় স্বাদরে গ্রহণ করিবো।