দেহ দিল অর্ধের লোভে,মন দিবে কিসে?
দেহ গেল ধর্মের বাইরে,মনের দিয়ে আর কি হবে?
দেহের সৌন্দর্য চোকের মাঝে,
মনের সৌন্দর্য কিসে?
দেহতত্বে প্রমাণ মিলে দেহের প্রয়োজন দেহের কাছে,
শুধু মানুেষর নয় পষু-পাখিরও প্রয়োজন আছে।
তবে জানতে চাই মনের প্রয়োজন কিসের?
দেহ নিয়ে হেলে-দোলে চলে গেলে ধর্মের বাইরে,
তবে মনটাকি, তোমার নয়? নিতে পারলেনা অন্য কোথাও।
পষু-পাখিও মন বুঝে,
তবে ওরা কেন পষু-পাখির নিচে?
কুকুর যদি ধর্ম বুঝত তাহলে কি আর রাস্তার ধারে মিলন করত?
তবুও কুকুরের মন আছে খাবার পেলে বসে থাকে সাহেবের পাশে।
দেহ ও মন দুটোরই প্রয়োজন,যদি থাকে ধর্মের দিকে দেহ ও মন।