পৃথিবীর মায়া জালে,
কেউ কোন দিন রাখেনি আমাকে।
ভালবাসার দুয়ারে,
কেউ কোন দিন ডাকেনি আমাকে।
সত্যের ভুবনে,
কেউ কোন দিন বুঝেনি আমাকে।
কারও কিছু দরকার নেই,
খোদা যেন ভাল রাখে সকলকেই।