হঠাৎ করে আসা, হঠাৎ চলে যাওয়া।
মধ্যে কিছু সৃতিকথা।
হঠাৎ মনে পড়া, হঠাৎ কিছু কষ্ট।
কিছু সময় হঠাৎই হয় সব নষ্ট।
হঠাৎ এর মধ্যে অনেকের বসবাস,
হঠাৎই অনেকের জীবনের সর্বনাশ।
হঠাৎ শব্দটি কিছু জীবনে এতটাই স্পষ্ট,
হঠাৎ বৃষ্টির যে আনন্দ ঠিক তার বিপরীতে ততটা নিরানন্দ।
হঠাৎই এসেছি ত্রিভুবনে,হঠাৎই যাব চলে।
এই দু হঠাৎএর মাঝেই আরো কিছু হঠাৎএর সমাগম।