অভিমান তুমি এতটাই বেবিচারক?
কেন সব সময় কেন আমার মাঝে থাক?
তুমি অন্যকে দিয়ে এমন কিছু করাও
যেন তুমি সব সময় আমার মাঝে থাকতে পার।
বেশ ভাল তুমি আমার মাঝে থাকতে চাও থাক,
কিন্তু তুমি আমার মােঝ থেকেও কেন অন্যের মাঝেও থাক?
অভিমান তুমি এতটা স্বার্থপর যে আমার মাঝে থেকেও
কখনও কখনও অন্যের হাতও ধর।
তোমার জন্য দুজনের মধ্যে কলহ হয় অবিরত,
তাই তোমাকে অনুরোধ করে বলি একি সময়ে
কখনও থেকোনা তুমি দুজনের হাত ধরি।
@এ এইচ@