স্বপ্ন শুরু জন্ম লয় পথহারা পথিকের হৃদয়ে,
পূরণ হয়না তবুও আশায় বুক বেঁধে রাখে।

পথিকের স্বপ্ন সব তা হারি তরে,
যাহার চরণে চরণে খুঁজিয়াছে স্বপ্ন মনের আবেশে।

ভেঙেছে হৃদয় বারংবার,
তবুও নতুন স্বপ্ন সে দেখে কত-শত বার।

নিয়তির বাঁধা পেরিয়ে নতুন স্বপ্ন বুনতে
চাহিয়া থাকে অবলোকন দৃষ্টিতে,
স্বপ্ন যদি পূরণ হয় তবে সর্বার্থ জীবন সে পাবে।

ধূসর স্বপ্নই যখন বাঁচিবার খোরাক,
নশ্বর জীবনে অনিকেত নেই পথহারা ক্লান্ত এক পথিক সে।

তবুও নিয়তি তাকে আঘাতের তীরে ঠায় করে রাখে,
গোধুলি লগ্নে অশ্রুসিক্ত হৃদয়ে সব ভুলে নতুন স্বপ্ন বুনে পথিকের হৃদয়ে,
ভালোবাসার মাধুকরী হয়ে তবুও ফিরে যায় কিছু স্বপ্ন নিয়ে তা হারি দুয়ারে দুয়ারে।

পথিক হয়ে চরণে চরণে চাহিয়া প্রীতি যদি করে গো ভুল,
সে মানুষ নয়তো ফেরেশতা কুল।

এ জনমে ও জনমে চাহিয়া তারে মিলিল না পথিকের ঠায়,
ললাটে নাই হৃদয়ে রাখিয়া তারে চির সুখ সে পায়।

স্বপ্ন যতই ভাঙে-গড়ে সবই নিয়তির খেলা,
একাকী নিঃস্ব পথিক সে, আজো ঘুরে একিলা একলা।

মৃত্যুই পথিকের শেষ স্বপ্ন, মৃত্যুই যে তার শ্রেয়তর,
শেষ স্বপ্নটি পথিকের পূরণ হবেই বাকী সব অমর।