মেঘদলের ছুটাছুটি, অবিরাম বৃষ্টি, জলের কলতান,
অঝোর ধারায় খাল-বিল সব একাকার।
শরৎ এ-র আবেশে জেগেছে কতো কি,
ফুটেছে পান্থপাদপ, শেফালি, শিউলি, বকুল আর কাশফুল।
গাছেতে দেখেছি কতো ফল,
আমলকী,জলপাই,করমচা ও চালতা সবইতো তোমার পছন্দ, আমার নয়।
দেখেছি কতো শরৎ এলো-গেলো তাকিয়ে রইলাম শুধু,
পাইনি কখনো তোমার হাতের ফুল।
শরৎ এ-র স্নিগ্ধ বাতাসে আমার পাশে কখনো উড়েনি তোমার মাথার চুল,
যাহার গন্ধে আমি হতে চেয়েছিলাম ব্যাকুল।
পাওয়া না পাওয়া তো বড় বিষয় নয়,
শরৎ গুলো যেনো তোমার চির স্মরণীয় হয়।
পেতে চাই আরো শরৎ দেখিতে চাই মোর কপাল,
তাই তাকিয়ে থাকি অবলোকন দৃষ্টিতে শরৎ এ-র পানে,
যেন বৃষ্টিতে ভিজে একাকার হয় সকল অশ্রু জল।