কেউ ভালবাসেনি আমায় ,
কেউ ফিরে চাইনি আমায় ,
নাকি বিধাতা ,নাকি আমার প্রিয়তমা ....
আমি অনেক কেঁদেছি ,
সবার অবহেলায়ও অনেক হেসেছি ,
মাঝরাত্রিতে কতবার যে বিধাতাকে ডেকেছি ,
রাত্রি পেরিয়ে যে কতবার ভোর হয়েছে ,
কতকাল যে প্রিয়তমা অপেক্ষায় রয়েছি ,
সে কথা শুধু আমার ঈশ্বর জানে ....
তবুও ঈশ্বর আমার দিকে ফিরে তাকাই নি ...
এ শূণ্য বুকে ভালবাসা দেয় নি ....
এতো বলার পরও সে আমার হয় নি ,
সে আমায় গ্রহণ করতে পারে নি ,
তার অপার সৌন্দর্য আমায় কাছে টানে নি ,
আমায় কেউ ভালো রাখে নি ,
নাকি আমার ঈশ্বর ,নাকি ওই মেয়েটি ....
আমায় কেউ ভালবাসে নি ,
নাকি আমার ঈশ্বর ,নাকি ওই মেয়েটি ...
আমায় কেউ আশা দেই নি ,
কেউ পাশে থাকে নি ,
তবুও আমি হেঁটেছি বিরাল পথে ,
নিঃসঙ্গতায় হেঁটে যাব আমি চিরকাল ,
তোমায় আমি খুঁজে যাব ,
আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি তোমায় পেতেই হবে ,
নতুবা যে স্থানে তোমায় প্রথম দেখেছি ,
যে মায়ায় আমি বন্দি হয়েছি ,
সে খাঁচায় চিরতরে বিশ্রাম নিব .....
তখনো সে মেয়েটি আমায় ফিরে তাকাবে না ,
এমনকি ঈশ্বরো না ....