'আমি তোমাকে ভালবাসি , বলতে পারি না তোমায়,
এটাও জানতে পারি না যে , তমি কি ভালবাস্ আমায়?
আমার শুধু ছিল বলার , তোমায় ওই একটি কথা!
বলতে পারি না তোমায় আমি , মনে বড় ব্যাথা।
মনের মাঝে অজানাই দিয়েছি তোমায় ঠাঁই !
আমার কথা চিন্তা করে দিও-গো তুমি রাই।
সারাক্ষণ চিন্তা করি , তুমি আসবে কলেজ আজ ,
না আসলে তুমি হৃদয়ে পরে বাজ .
তুমি কলেজ আসবে নাকি , পথ চেয়ে থাকি।
মনের মাঝে শুধু ঘুরে,
তুমি আসবে নাকি?
যদি তুমি কলেজ আস , যদি তুমি আমায় ভাল বাস।
সব ক্লাস করতে ভালো লাগে আমার,
তোমার পলকে সময় হয়ে যাই পার।
মনের অজানাই তোমায় না বলে ,
আমি এখনো তোমায় ভালবাসি ,
সারাক্ষণ ইচ্ছে করে তুমার কাছে আসি।
কবে তোমায় বলবো আমি , আমার মনের কথা?
কবে আমার শেষ হবে দুঃখ-ব্যাথা।
কখনো আমায় ছেড়ে যেওনা চলে তুমি দূরে ,
তোমায় আমি রেখেছি আমার ভালোবাসার ডুরে।
তোমায় কাছে পেতে কত অপেক্ষা আর ,
এভাবে কত সময় আমি করবো পার।
হে খোদা ! তোমার রহমতে আমি যেন পারি চলতে !
দয়া কারো মোরে যত তাড়াতাড়ি পারি আমি ওই কথা বলতে .
# প্রায় তিন চার বছর আগে আমার এক বন্ধুকে নিয়ে লিখা এটি ,কবিতা না শুধু দুষ্টুমির জন্য লিখা .....
এই কবিতার নির্দিষ্ট কোন অর্থ আছে বলে আমি মনে করি না !