একদিন আমারো ইচ্ছে ছিল ,
আকাশ ছোয়ার ,
যেদিন জানতে পেরেছি ,
তা ছোবার মত না ;
সেদিন আরো প্রখর ইচ্ছে জেগেছিল ,
প্রার্থনা করেছিলাম ,
বলেছিলাম প্রভু ,
আমি কি পারব না !
আমায় কি সাহায্য করবে না ?
এইবলে একদিন ,
ধরতে চেয়েছিলাম আকাশকে ,
আকাশ ধরতে গিয়ে ,
সে যে পড়ে গিয়েছিলাম ,
আর ,
পারি নি সোজা হয়ে দাঁড়াতে
সেদিন থেকেই ,
আর আকাশ ছোয়ার স্বপ্ন দেখি নি ,
কবেই সে ইচ্ছের মৃত্যু হয়েছে ,
তবুও ,আজো আমার ক্ষত শুকোয় নি ,
ব্যথা যায় নি ,মেরুদন্ড আর সোজা হয় নি ,
তাই বলে আকাশকেও আর দেখি নি !
সেদিন থেকেই ,
ব্যর্থতা আমায় ঘিরেফেলেছে বৃত্তের মত ,
যার কেন্দ্রে আমার অবস্থান ,
সমস্ত ব্যথা,বেদনা,ব্যর্থতা ভারকেন্দ্র আমি ।
তবুও আমি বলি ,
প্রভু আমায় ,ধৈর্য্য দাও ,
শোকর তোমার দরবারে ,
যা রেখেছ ,বেশ রেখেছ ,বেশ ভালই রেখেছ ,
এমন অনেকেই আছে ,
যারা আকাশ দেখেনি ,সে অন্ধ !
যারা হাঁটতে পারে নি ,তার পা নেই ।
হে প্রভু ,
শোকর তোমার দরবারে ,
যা রেখেছ বেশ ভালই রেখেছ ।
(ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।)