যদি স্বপ্নগুলো হত বাস্তবে পরিণত ,
তবেই না ইচ্ছে গুলো হত মনের মত !
মানবের মন যে স্বপ্নমাখা ,
তবুও যে স্বপ্নকে যায় না বেঁধে রাখা !
স্বপ্ন দেখে দিবা রাত্রি ,
স্বপ্ন পথেই যে হলাম যাত্রী ,
তবুও ছোয়া দেই না আমায় স্বপ্ন রঙ্গ ,
যেথায় যায় ,সেথায় হয় স্বপ্নভঙ্গ !
স্বপ্নভঙ্গ হয় যত ,আমি দেখি স্বপ্ন তত ,
জীবনটা যে স্বপ্নে ভরা ,
আশা যে স্বপ্নে গড়া ,
স্বপ্নে একদিন বাস্তব হবে ,
যতদিন এ জীবন রবে ।
#ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ,স্বপ্ন নিয়ে অযথা কিছু লিখা মাথায় আসল ...তাই লিখলাম হয়ত এই লেখার কোন অর্থ নেই ....