আমি অনেক কষ্টে আছি,
তারা অনেক সুখে আছে ভেবে,
আমি তাদের দিকে তাকাতে গেলেই,
আমার দুঃখ বেড়ে যায়,
আমার কষ্ট আরো বেড়ে যায়।
আমরা অন্যের দুঃখে দুখী,
অন্যের সুখেও দুখী।
তাদের রাজ্যের রাজা মনে হয়,
আর আমি প্রজা।
আবার তারা ভাবে, আমি রাজ্যের রাজা,
আর তারা প্রজা।
এই ভেবে তাদের দুঃখ হয়,কষ্ট হয়।
সবাই নিজেকে অসুখী ভেবে সুখ পাই,
সবার অন্যকে সুখী ভেবে নিজে দুঃখ পাই,
আমাদের আনন্দের,শোকরের,সুখের চিন্তা নেই,
পরের সুখ তাকিয়ে দেখে নিজেদের অসহায় মনে হয়।
পরের জন্য আমরা ঈর্ষান্বিত হয়ে,
নিজেই নিজেকে সুখের কাতার থেকে,
আনন্দের কাতার থেকে,
দুঃখের কাতার দাঁড়িয়ে পড়ি।
অবশেষে,
আমরা কেউ সুখী নয়,
আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি।
আর জানতে চাই,বুঝতে চাই,
সে সুখী না দুখী?
তাই নিজেই দুঃখ পাই।
আর নিজেই আকাশের দিকে তাকিয়ে,
স্রষ্টাকে বলি,এত অসুখী করলে কেন?
তিনি দয়ালু, তাই বোধয় রহমতের দৃষ্টিতে হাসে,
আর ভাবে, হায়রে আমার বন্দা,
আমি তোদের খুব নিকটে।
আমি তোদের খুব নিকটে।