লিখব লিখব ভেবে একদিন হতে ,
ডায়েরীতে একটি কবিতা লিখেছি ....
আমার প্রথম কবিতায় প্রতিফলিত হয়েছে ,
আমার অনুভূতি ,আমার না বলা সংলাপ ....
বাস্তবের মাঝে অবাস্তব কিছু ভাবনা ...
যা কখনোই বলি নি ,
কখনোই শেয়ার করিনি ,
এমনকি প্রিয় বন্ধুর সাথেও ,পরিবারের সাথেও ....
প্রতিনিয়তই আমি মুখোশের আড়ালে ,
নিজেকে লুকায় ...
প্রতিনিয়ত আমি হাসিমুখে থাকি ,
যাতে কেউ না বুঝে যে নকল-হাসি ...
আমি ভালই আছি ,বেশ হাসিমুখেই সুখে আছি ,
আমার দুঃখ ভাবনা অজানায় থাকুক ,
দুঃখকে আড়াল রেখে ,প্রাণখুলে হাসুক ,
আমি চাই ,
কেউ যেন আমার কষ্টগুলো না জানে ,
নিজের ডাকবাক্সেই বন্দি থাকুক জমা চিঠি ,
যদি জানতাম ঠিকানা ;তাহলেই তো পোস্টে দিতাম ....
#Agochalo Kichhu Bakkho ,Vul Truti Khomar Chokhe Dekhben .....