আমি চেয়েছিলাম তোমায় ভালবাসতে ,
আমি চেয়েছিলাম তোমার কাছে আসতে ,
কোন ইচ্ছেই ছিল না তোমার জীবন নিয়ে খেলতে ।
আমি চাইনি তোমার চোখের জল ফেলতে ,
তুমিই চেয়েছিলাম আমায় নিয়ে খেলতে ,
আবার তুমি নিজেই নিজের চোখের জল ফেললে ।
কেন এত দুঃখ ,কষ্ট ,কেন এই ভালবাসা ?
তোমায় নিয়ে স্বপ্ন দেখে ,কেন কাছে আসা ,
কেন এত মিথ্যে প্রলোভন ,কেন মিথ্যে এ জীবন ?
আমি চাইনি এই খেলনার মত হেলনা ভালবাসা ,
বরং তুমি খেলেছ এ জীবন নিয়ে ,
একলা আমাকে রেখে ,নিজেই গিয়েছ চলে ।
বল এ সম্পর্কের কি মূল্য ,
এই ভালবাসা ,ছলনা বা প্রতারণার সমতুল্য ।
কেন এত গৌরব ,অহংকার ,হিংসা ,
যদিও জানি আমি তোমার সম্মুখে কিছুই নয় ,
তবুও এ ভালবাসা জয় ,
তুমি একদিন আস আমার সম্মুখে ,
চোখে চোখ রাখ আর দেখ তুমি ,
তোমায় কত ভালবেসেছিলাম ....
চোখই বলে দেবে ,চোখের ভাষায় ,
তোমার ভালবাসা ছিল অভিনয় ,
কার ছিল অভিনয় প্রমাণ করে দাও চোখের ভাষায় ...
দেখবে পরাজয় চারিদিকে ঘিরেছে তোমায় ...
জানি খুবই তুচ্ছ ছিলাম আমি ,
অন্যের হাত ধরেছ তুমি সুখের ছোয়ায় .....
তাই আজ অশ্রুসিক্ত নয়নে বলছি ,
পরপারে তোমার হাত ধরেই না হয় বেহেশতে যাব ....
# কবিতা বলে মনে হয় নি আমার ,ভালবাসা হারিয়ে যাওয়া কোন ব্যক্তির অর্থহীন প্রলাপ বোধয় ....ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন .....আসলে এইসব, কবিতাকে অপমান করার মত তবুও ক্ষমা করবেন ....