তোমায় চেয়েছিলাম আমি প্রভাতের আলোয় ,
চেয়েছিলাম তোমায় জীবনের প্রতি পদে পদে ,
পেয়ে আমি পায়নি তোমায় ।
তুমি দিয়েছ শুধু দুঃখ ,কষ্ট ,যন্ত্রণা ,
দিয়েছ এই জীবনকে ,শুধুই কান্না !
অন্যের হাতে বেঁধেছ তোমার বন্ধন ।
আমি চেয়েছিলাম শুধু তোমায় ভালবাসতে ,
কিন্তু তোমার সৌন্দর্য্যের সেই অভিজাত্য ,
তোমায় ঘিরে ফেলেছে ......
আমায় তুমি তুচ্ছ মনে কর ,
আজ তোমার সময় পেরিয়ে গিয়েছে ,
সেই সময় একদিন আমারো কাছে আসবে ......
তখন তোমার রূপের অহংকার ভাঙবে ,
তুমি তো জাননা ভালবাসা কি ,
কিভাবে ভালবাসতে হয় ,
আর ভালবাসা মানে রূপের বাহার নয়!
কারণ তোমার মনের কলুষতা তোমায় অন্ধকারে বন্ধি করেছে ,
তবুও তোমায় আমি ভালবাসি আমার এই কলুষিত চেহেরা দিয়ে ,
ভালবাসি আজো তোমায় অশ্রুসিক্ত নয়নে ।
#এইটা কবিতা নাকি কি নিজেই জানি না ,কিছু প্রলাপ আর অকর্মক কিছু বাক্য ..... ক্ষমার দৃষ্টিতে দেখবেন ...