দেশ চাই শান্তি নাকি যুদ্ধ ,
জনগণ চাই কি ভাবতে শ্বাসরূদ্ধ ।
জনগণকে হাতে পাওয়ার করছে মৌহ ,
জ্বলছে আগুন গরীবের ঘরে অহরহ ।
ভাল সাজতে কোট গায়ে আমার ,
গলায় দিয়েছে সে টাই ,
মুখে তার আছে আলতো দাড়ী ,
দেশ যে অতলে ,সে সরকারী কর্মচারী ।
সামনে যে ভোট এলো ,
গরীবের মুখে হাসি পেল ,
ভোটের ভিক্ষায় ,
গরীব এই থেকে শিক্ষায় ,
সে বুঝে ন্যায় আর অন্যায় ।
ভোট গেলে চলে ,সে জানে সে পাবেনা তার অধিকার ,
তবে তবুও এসি তে থাকবে ভণ্ড সরকারী অফিসার ।
অবশেষে ,
সে মরণ ফাঁদে এবং তার অসহায় পরিবার অবহেলিত ,
অনাহারে ,অবহেলায় নির্যাতন সে পাবে পরিমিত ।
কেউ থাকুক আর নাই থাকুক ,
নির্যাতিদের কেউ না কেউ আঁকবে সে ছবি ,
দেশ যাই রসাতলে ,
তবুও লিখায় শক্তির জাগানোর জন্য থাকবে
,সে অবহেলিত কবি ।
[ খুব অল্প সময়ে লিখা এইটা ,অগোছালো ,বিন্যাস আর বানান ভুলের জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন ]