উঠোন পেরিয়ে দুপা সামনে এগোতে ভাবি ,
এই বুঝি মা বলছেন ;খোকা খোকা সাবধানে !
এখনো মাঝরাতে ঘুম ভাঙ্গে ,
আর ভাবি ;মা বুঝি আলতো করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানির গান শুনাবে !
এখনো দুহাত বাড়িয়ে মায়ের আদর খুঁজে ,
ফিরে যায় সেই আদরমাখা শৈশবে ,
আজ হঠাত্ মনে পড়ছে তোমায় মা ....
ও মা দেখ তোমার ছেলে কত বড় হয়েছে চেয়ে দেখ না ,
খোকা এলি নাকি বলে বুকে টেনে নাও না ...
ও মা ....আজ তোমার অবুঝ খোকা কত বোঝের হয়েছে ,
ও মা ....আজ তোমার ছোট্ট খোকা কত বড় হয়েছে ,
একটু ফিরে দেখ না ... একটু ফিরে আস না ....
তোমার আঁচলের শীতল ছায়ায় আমায় ডেকে দাও না ,
মনে পড়ে মাঝরাতে আমার বাড়ি ফেরা ,
আর দুচোখ মেলে আমার প্রতীক্ষায় তোমার বসে থাকা ,
আজ মাগো ...কোন চোখ প্রতীক্ষা থাকে না ,
থাকে না কেউ বলার ,এতো রাত কেন হলো ?
এতো দেরীতে এলি কেন খোকা ?
মাঝরাতে কেউ বলে না ,খোকা খোকা ভয় পাস নে ,
ভয় পাস নে ,
এই যে তোর মা তোর পাশেই আছে ....
তোর মা তোর পাশেই আছে ...
আজ আর নেই যে প্রতীক্ষা ,
আমি কতবার মাঝরাতে ঘরে ফিরেছে ,
তোমার আশায় বসেছি ,
তোমার খোকা ডাক শুনতে চেয়েছি ,
আজ শূণ্যতায় আমি একাকার হয়ে যায় ,
অপরাধবোধে নিজেই ক্ষয়ে ক্ষয়ে যায় .....ক্ষয়ে যয়ে যায় .....
তোমারি অপেক্ষায় ,মাগো তোমারি অপেক্ষায় ....
Kicu Agochalo Moner Kotha ....vul hole khoma korben ....কবিতার কিছু অংশ সংগ্রহিত ...