কবির কলম আজ থমকে গেছে ,
স্বঅস্তিত্বের কাছে সে যে গিয়েছে বেচে ,
হাজার চেষ্টায় আজ আসে না কলমের কালি ,
পুরো ডায়েরী বালি ভরা ,
থমকে গিয়েছে আজ কবিতার খাতা ,
ধবধবে সাদা আর শুণ্যতায় ............
বাকি রয়ে গেছে ডায়েরির সব পাতা ।
সারা রাত ঘুম নেই ,
ভাবি অর্থহীন কিছু লাইন ,
তবুও পারিনা লিখতে ,
না পারি, না লিখার যণ্ত্রণা সয়তে ।
হে আমার বিদ্যাদাতা ,
আমায় শক্তি দাও ,
কলম ধরতে ,
বিদ্রোহ করতে ,
শক্তি দাও .........