ধরণী তুমি বরণ করো না ,
        শীতার্থ রজনী ,
        ঘৃণা অহংকার নয় ,সমপ্রীতিই সজনী ।

ধরণী তুমি বরণ করো না ,
        সন্তানহীন জননী ,
        স্বগর্ভে সন্তান ধারী জননীরো বৃদ্ধাশ্রমে স্থান ,
        ধরণী তুমি এসবের আগে করো প্রস্থান ।

ধরণী তুমি বরণ করো না ,
        ল্যামপোষ্টের নিচে থাকা ,
        ছিড়াঁ কাথার নিচে বৃদ্ধ জননী ,
        অথবা নব্য জন্মিত শীতলা রক্তে নতুন প্রাণ ।
        
ধরণী তুমি বরণ করো না ,
        বৃদ্ধ পিতার শ্রমেও এক বেলা উপোস করা পরিবার ,
        অল্প অর্থের জন্য কারো শ্রমের কারাগার ।

# কিছু অগোছালো মনের কথাকে লাইন করে লিখে দিলাম ....দোষ ,ভুল ,ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন .... কিছু কথা মাথায় আসল তাই লিখে দিলাম ,হয়ত আগামাথা কিছু নেই ! :)