দোলনাটা দুদোল্যমান রয়েছে সেই থেকে ,
সেই যাচ্ছে ,সেই ফিরছে ,
শূণ্য দোলনা ,একাকীকত্ব তাকে ঘিরেছে ।
কার আসায় একবার সামনে এগুচ্ছে ,
আবার কার অভিমানে যে সে অন্যবার পিছুচ্চে ।
দক্ষিণা বাতাস সমানতালে বয়ছে ,
সন্ধ্যা নেমেছে ,
বিকেলে হলুদ আলোয় সেজেছে ,
দোলনা দুলছে ,সেই থেকেই দুলছে ....
সে আসা না পর্যন্তই সে অপেক্ষায় রয়েছে ....
অতঃপর দুলছেই দুলছেই ....
অন্তর্নিহিত কিছু কথা ,ভুল ত্রুটি ক্ষমা করবেন .... আসলে লিখতেই জানি না ,তবুও না লিখলে ঘুম আসে না ....