তোমার হাসি বড়ই ভালবাসি ,
যে হাসি আমার সাথে কথা বলে চুপিসারে ,
তোমার মুখের বুলি ,যা আমার গান ,
দুটি আঁখি বলে ,তুমি আমার কাছের একজন ,
তুমিই আমার প্রিয় একজন ।
তোমার স্পর্শের ছায়ায় আমি হারিয়ে যাই ,
তোমার চলা মুগ্ধ করে আমায় ,
ইচ্ছে করে শুধু তোমায় দেখি ,
শুধু তোমায় ভালবাসি ...
কিন্তু বৈষম্যতা হার মানায় ,
দূরত্ব সৃষ্টি করে ।
তোমার রয়েছে রূপ ,গুণ ,শিক্ষা দীক্ষা ..
যা ভালবাসায় অবস্থান নিয়ে ,তোমায় কেড়ে নেয় ।
আর প্রতিনিয়তই প্রশ্ন গেড়ে বসে ,
ভালবাসা যোগ্যতা তোমার আছে কি ?
সময়ের মাপকাঠিতে পৃথিবী এমন দিকেই ;
ধাবিত হয় যে ,
ভালবাসার মাঝে দেওয়াল তুলে ,
এই টাকা ও বিলাসীতা !
# কবিতা বলে মনে হয় নি আমার ,ভালবাসা হারিয়ে যাওয়া কোন ব্যক্তির অর্থহীন প্রলাপ বোধয় ....ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন .....আসলে এইসব, কবিতাকে অপমান করার মত তবুও ক্ষমা করবেন ....