বিশ্বাসের শিকড় আলগাভাবে ছিল তাই,
বিশ্বাস হালকা বাতাসে উড়ছিল,
বিশ্বাস ভাঙ্গে বিশ্বাসীরা,
আমি অবিশ্বাসীদের বিশ্বাস করি না,
বিশ্বাসীদের বিশ্বাস করে,
প্রতারণার, ক্ষোভের ভার বহন করছি।
আমি ভালবেসেছি রাতকে,
সে সরে গিয়েছে বহু আগে,
এখন আমার কান্না পাই,
এখন আমার হাসি পাই,
কান্না হাসিতে সেও হাসে কাঁদে,
আমি বুঝতে পারি,
সে অবিশ্বাস করেছে বিশ্বাসী কে,
আমি আগেও বলেছি,
অবিশ্বাস্য কাজটা, অত্যন্ত বিশ্বস্ত কেউ করে।
প্রতারণা করে প্রতারক হয়, সেই মানুষটিই যে অত্যন্ত বিশ্বস্ত ছিল।