আমি হারিয়ে গিয়েছিলাম ,
তোমার জন্য ভালবাসা কুড়িয়ে আনতে গিয়ে ।
পথ হারিয়ে ফেলেছিলাম ,
বহু কষ্টে পথ ফিরে পেয়ে ছুটেছিলাম ,
অতি সহসা পৌঁছেছিলাম গন্তব্যে ,
গিয়ে দেখি যার জন্য কুড়ানো ,
সে গিয়েছি হারিয়ে ,
অপেক্ষাটুকু করতে পারে নি সে ।
সেদিন বুঝছিলাম ,
সেটা ভালবাসা ছিল ,
তবে আমার ভালবাসা ,'আমাদের' না ।
'আমি' আর 'তুমি' মিলে যখন আমাদের ,
তখন হয় ভালবাসা ,
'আমি' আর 'তুমি' দুই শব্দে বিভক্ত হয়ে নয় ।
আর সেদিন বুঝেছিলাম ,
যে প্রিয়জনের জন্য অপেক্ষা করতে জানে না ,
আমি কি তার প্রিয় ছিলাম ?
নিশ্চয় না !
আমি কখনোই তার প্রিয় ছিলাম না ,
আমি কখনোই তার অপেক্ষা ছিলাম না ,
এমন প্রেমিক চায় ,
যে না পাওয়াতেই সহস্র বছর অপেক্ষা করবে ,
পৃথিবীতে না হলেও ,অন্য জগতে সাথে থাকার প্রার্থনা করবে ....
.... পৃথিবীতে কিছু প্রেমিক আছে ,যার প্রেম সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না ,সে অপেক্ষা করে অনন্তকাল তার প্রেমিকের জন্য ,অপেক্ষা সয়তে না পারলে ,ভুলে যায় না ,ছেড়ে যায় না ,অশ্রু ঝরাই ,নীলের মাঝে কালো এসে বৃষ্টি ঝরাই তবুও ভুলে না ... সহস্র বছর অপেক্ষায় থাকে ।