কখনো কখনো আকাশকে বিস্ময়ে দেখে থাকি ,
কখনো কখনো অঝোর শ্রাবণে বৃষ্টিবিলাসী হয়ে যায় ,
কখনো কখনো রোদ্র মাখা ভোরে তোমার ছোঁয়া পায় ।
আকাশ তুই কি নিঃসঙ্গতার বন্ধু হবি ?
যেখানেই যাই ,সেতায় যেন তোর দেখা পাই !
কখনো সুখ হয়ে ,কখনো বর্ষণ হয়ে ,
কখনো সাদা মেঘে, না হয় কালো মেঘে ....
তুই বড্ডই অভিমানী ,
বড্ডই বিলাসী ,বড়ই একাকী ,
সঙ্গীবিহীন ,ঠিক আমার মতই ...
কখনো নীল কখনো সাদা আবার কখনো কালো ।
বিনা আশায় আশ্রয় ,
বিনা চাওয়া আমাদের মাথার উপর ছাদ ।
তুই আমার আদর্শ ,তুই আমার সঙ্গী .....
আজ আকাশ হয়ে থাকার সখ জেগেছে ,
একাকী চাঁদনী রাতে তুকে চেয়ে চেয়ে ,
সংলাপ কথোপকথন করতে বেশ লাগে আমার ,
তুই কি আমার বন্ধু হবি ?
# habijabi mathai elo ,likhe fellam jani na aga ar matha ache kina ......