একঘেয়েমি শব্দজালের দুঃস্বপ্নে বেঁধেছি
তাসের ঘর--
ছন্দ, গন্ধ, বর্নহীন হলুদ পাতায়
বিবর্ন আমি
ছিন্ন বাঁধন বুকে হেটে যাচ্ছি এ পথ..
ভাঙা ঘুঙুরের কান্নায় ভিজছে
ভুসাকালি মাখা নি:স্বঙ্গ বেডরুম।
গুনছি জ্বলন্ত শিখার হাসফাঁস!
এভাবেই ফুরোচ্ছে শেষ বসন্ত
থমকে গেছে আমার একলা আকাশ
নোনামেঘ জমেছে তার বুকে...
ঝোড়ো হাওয়ায় দুলছে তাসের ইমারত
স্বপ্নভাঙার ঝাপটায় ক্ষত চিন্হরা বাঁচে
এই বসন্তে....