শুধু তোমায় ভাবি বলে
আকাশ ছোঁয়া কল্পনাগুলো
রঙ-বেরঙ।
স্বপ্নেরা ভিড় করে থাকে
চোখের পাতায় --
চোখ মুছে ফেলি, জল গড়িয়ে
সমূদ্রে মেশে...

প্রবাল -কীটের আচড়ে ছিঁড়েছে
থলে ভর্তি প্রতিলিপির সংহার,
তোমায় দেখানো হয়নি থলেটি!
সে বড্ড পুরনো, কুতসিত।

জীবনের একঘেয়ে গল্প সব
সবাই বোর হয়ে যায় কেমন,
বস্তাপচা হলুদ ছেঁড়াপাতার কাহিনী --
হাত রাখলেই ময়লা জমে যায় হাতে।

আবার ডাস্টবিনে ফেলতে পারিনি
যদি হারিয়ে যায় কবিতা গুলো!

কোনো পাঠকই চায়না
সেগুলো পড়তে, তবু জিয়ে রাখি --
ওরাইতো আমায় ভালোবাসতে শিখিয়েছে একদিন।

নিঝুম রাস্তার নিস্তব্ধতা
কান্নার গোঙরানিতে ফেটে পড়েছিল যেদিন,
সেদিন এই কবিতাগুলো বলেছিল
ভাবিসনা পাশে আছি!

আজ তুমি আছ,
আছে হাজার নবজাত স্বপ্নরাশি
তাই মাঝে মাঝে বলে ফেলি
কবিতা তোমায় বড্ড ভালোবাসি!