এখন অনেক রাত,
চোখের পাতায় বুনছি স্বপ্নজাল।
শীতকাতুরে হাত ঠকঠক!
মেতে উঠেছে প্রেম দোসর শব্দ-মালিকায়।

হাতটা রাখ আর কিছুক্ষণ
তৈলাক্ত হলেও সরিওনা !
আঁচলে ভাঁজ বন্দী করে রাখ
ভাসুক আজ সব অভিমান।  

ভাঙা কাঁচের টুকরোগুলো বারুদমূক্ত
হচ্ছে ধীরে ধীরে..

একমাত্র তুমিই পারো টাইগার হিলের
আলোকবর্ষ ভেদ করে আমায় ছুতে।
রাত পোহালে তুমিই তো রবে
শব্দফালায় ,মেঘের গুরুগুরুতে!

তারপর...
সেরে নেব বৃষ্টিভেজা বিকেলের স্নান।